অংশুমান কর
1 POSTS0 COMMENTS
http://raashprint.orgজন্ম বাঁকুড়ার বেলিয়াতোড়ে। বাঁকুড়া-পুরুলিয়ায় জীবনের অনেকটা সময় কাটানো এই কবি, ঔপন্যাসিক ও অনুবাদক বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। স্বল্পকালের জন্য ছিলেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলের সচিব। কবিতা ও উপন্যাসের পাশাপাশি অংশুমান লিখেছেন বেশ কিছু ছোটোগল্প ও কয়েকটি নাটক। বিনয় মজুমদারের জীবন অবলম্বনে রচিত উপন্যাস “আমি বিনয় মজুমদার” ইতিমধ্যেই পাঠকের সমাদর পেয়েছে। অংশুমান ধারাবাহিক ভাবে যুক্ত থাকেন অনুবাদকর্মে। অনুবাদ করেছেন মালয়ালাম কবি কে. সচ্চিদানন্দনের "নির্বাচিত কবিতা"। ভারতবর্ষের বিভিন্ন ভাষার প্রতিনিধি-স্থানীয় কবিদের কবিতা অনুবাদ করেছেন "ভারতবর্ষের কবিতা" শীর্ষক গ্রন্থে৷ দীর্ঘদিন ছিলেন “কৃত্তিবাস” পত্রিকার সহ-সম্পাদক। বর্তমানে সম্পাদনা করেন উল্লেখযোগ্য সাহিত্যপত্র “গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ” ও ভারতীয় কবিতার ইংরেজি অনলাইন পত্রিকা “পোয়েট্রি ইন্ডিয়া”। কবিতা রচনার জন্য অংশুমান পেয়েছেন বাংলা আকাদেমি, কৃত্তিবাস, বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রভৃতি পুরস্কার। কবিতা পড়েছেন বাংলাদেশ, স্কটল্যান্ড, আমেরিকা ও জার্মানিতে।
