Monday, December 22, 2025
Homeকৈশোরকফুপু আর আমি । তাশরিফা মুনজারিন আদৃতা

ফুপু আর আমি । তাশরিফা মুনজারিন আদৃতা

Untitled-1¦v& copyফুপু আর আমি 

আমি একটা পাখি
পাখি        একটা ফুল
ফুল একটা ফুপু
ফুপুর লম্বা লম্বা চুল
ফুপুকে আমি ভালবাসি
ফুপু আমাকে ভালোবাসে
আমরা দুজনে মিলে হাসি
ফুপু একটা মোটাসোটা ফুল

1533443_10201726045086792_589964852_n

তাশরিফা মুনজারিন আদৃতা
কেজি ক্লাশ, Dhaka adventist pre-seminary & school, ঢাকা।
জন্ম ২২ জানুয়ারী ২০০৯

এইরকম আরও পোস্ট

11 COMMENTS

  1. সহসা সুন্দর হয়ে উঠল দুনিয়াটা। মারী ও মৃত্যুর এই দেশ, হিংসাকারবারীদের এই হননভূমি, অগ্নিদানোদের তাণ্ডবে এই বিরান মরুলোকে বেঁচে থাকার ইচ্ছেটা একটু কুঁড়ি ফুটালো ফের এই নতুন চন্দ্রাবতীর কবিতাটা পড়ে। এইটা আমার এন্টায়ার লাইফের কবিতাপাঠের অভিজ্ঞতায় সর্বশেষ সুন্দর পালক। শুধু এই লেখাটার জন্য নবপ্রবর্তিত সাইট ‘রাশপ্রিন্ট’ মনে রাখব অনেকদিন। সঞ্চালক মহোদয়কে থ্যাঙ্কস সর্বান্তকরণে। এবং আদৃতার জন্য ফুপুর চেয়েও মোটাসোটা একটা শুভকামনার ফুল। অনেক আদরে বেড়ে ওঠো, আদৃতা, আর অনেক অনেক কবিতা লিখে যাও দুঃখিনী এই দুনিয়াটার জন্য।

    • আপনাকে ধন্যবাদ জাহেদ আহমেদ। আপনার শুভকামনা নিশ্চয়ই ওর জন্য আশীর্বাদ স্বরূপ। সৌভাগ্যক্রমে আমি এই অতীব দারুণ মানবশিশুর আদরের ফুপু, আদৃ আমাকে আমার চাইতে অধিক ভালবাসে 🙂

  2. আমার মন খারাপ, আদৃতার রাগ, দু:থ, চাওয়া না চাওয়া. ভালবাসা সবই তার ফুপুর জন্য [ছোট ফুপুর জন্য]

Comments are closed.

- Advertisment -
ad place