Tuesday, December 23, 2025
Homeপ্রবন্ধচত্বর'চিত্রন' চারুশিক্ষালয়ের নবম বর্ষপূর্তি উত্সব আসন্ন

‘চিত্রন’ চারুশিক্ষালয়ের নবম বর্ষপূর্তি উত্সব আসন্ন

সুবর্ণ বাগচী : ‘চিত্রন চারুশিক্ষালয়’ আয়োজিত সাম্বত্সরিক চিত্রপ্রদর্শনী ও শিক্ষানবিশ চিত্রীদের মিথস্ক্রিয়ামূলক ও অর্জিত অভিজ্ঞতা বিনিময়্ধর্মী উৎসব শুরু হতে যাচ্ছে ০১ মার্চ মঙ্গলবার থেকে। ভেন্যু শহিদ মিনার সিলেট প্রাঙ্গন। চলবে ০৩ মার্চ বৃহস্পতি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০:০০ থেকে শুরু হয়ে একটানা রাত ০৯:৩০ পর্যন্ত উত্সবস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও উন্মুখ থাকবে বলে আয়োজনাকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে।

উদ্বোধনী দিনের শুরু সকাল ১০:০০ থেকে হলেও আলঙ্কারিক উত্সব-বোধনের মুহূর্ত ধার্য করা হয়েছে বেলা ০৩:০০ ঘটিকায়। নিরাড়ম্বর অথচ কলকাকলিমুখর উদ্বোধন হতে যাচ্ছে বলে আয়োজক পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই লক্ষ্যেই সিলেটের শিল্পসংস্কৃতিজাগতিক সবাইকে নেমন্তন্ন করার কাজ প্রায় শেষ করে এনেছেন বলে ‘চিত্রন চারুশিক্ষালয়’ সূত্র থেকে জানা গেছে। এই উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য মেট্রোপলিটন য়্যুনিভার্সিটির ভাইস্ চ্যান্সেলর ড. মো. সালেহ্ উদ্দিন এবং সিটি কর্পোরেশন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

চিত্রন ১সমাপনী দিনের একটি বিশেষ অধিবেশনের প্রধান অতিথি সম্মানিত সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব নুরুল ইসলাম নাহিদ। উৎসবের এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০০ ঘটিকায়। এর আগের দুইদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যে অব্যাহতভাবে চিত্রপ্রদর্শনী ছাড়াও রয়েছে চিত্রপ্রতিযোগ, অভিভাবক সম্মিলনী ও আনন্দযোগ, রয়েছে প্রতিদিন বাদ-সন্ধ্যা গান ও অন্যান্য সৌহার্দ্যদ্যোতক অনুষ্ঠানগুচ্ছ। উৎসবচত্বরে এসে শরিক হবার আমন্ত্রণ জানানো হয়েছে দেশের এবং বিশেষভাবেই নির্বিশেষে নগরী-নিকটস্থ সবাইকে।

এই নিয়া আটবার সফলভাবে ‘চিত্রণ উৎসব’ আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়েছে অলাভজনক চিত্রশিক্ষাপ্রসারের প্রতিষ্ঠান ‘চিত্রন চারুশিক্ষালয়’ থেকে। এইবার অনুষ্ঠিত হতে চলেছে এই উত্সবের নবম পালা। সাম্বত্সরিক সহপাঠক্রমিক এই চিত্রণোৎসব ইতোমধ্যে সিলেট নগরীর চিত্রকলাশিক্ষার্থী ও অভিভাবক মহলের মান্যতা আদায় করে নিয়েছে।

তিনদিনব্যাপী চিত্রণ উত্সব ২০১৬ পয়লা মার্চ থেকে তৃতীয় মার্চ পর্যন্ত চলবে। উত্সবস্থল সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন। উত্সবটি ফি-বছর ‘চিত্রন’ চারুশিক্ষালয়ের বর্ষপূর্তি হিশেবে উদযাপন করা হয়ে থাকে।

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place