গত ২০ জুলাই ২০২৫, রবিবার, ফিলাডেলফিয়ার রোজ ভ্যালির রয়লানক্রফট লেইনে কবি কাউসারী মালেক রোজী-র বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেলো সাহিত্যপত্র ফিলাডেলফিয়া-র আয়োজনে এক প্রাণবন্ত ভাববিনিময় সভা ও কবিতাসন্ধ্যা- চিত্রকল্প নিরাময়।
এই মিলনমেলার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলাডেলফিয়ার দুই কবির সদ্যপ্রকাশিত দুটি কাব্যগ্রন্থ—
•কাউসারী মালেক রোজী-র ভিক্ষুকের মুখ।
•আহমদ সায়েম-এর রুদ্ধজনের রাগ ও সম্বিৎ।
দুটি বই থেকেই আবৃত্তি করা হয় নির্বাচিত কবিতা। এরপর “অদেখার সঙ্গে দেখাদেখি” শিরোনামে দুই কবির সঙ্গে এক উন্মুক্ত ও হৃদয়গ্রাহী কথোপকথন অনুষ্ঠিত হয়, যেটি পরিচালনা করেন আব্দুল হাফিজ চৌধুরী ইমু ও অভিষেক চৌধুরী।কবিতা কেবল শব্দ নয়—শত শঙ্কা, শ্বাপদ ও চোরাবালির ভিতরও সে সৃষ্টি করে এক নিরাময়ের বাসভূমি। এই ভাবনার ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সংস্কৃতিজন সুস্মিতা গুহ-রায়।
এরপর “প্রাণের স্বনন, থামাও হনন” শিরোনামে আয়োজিত কবিতা পাঠের দুই পর্বে অংশগ্রহণ করেন—
মুরাদ হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, সাবিনা শারমিন লুসি, ফারুক পলাশ ভুঁইয়া, রুমানা আলম, নার্গিস পারভীন, দিলরুবা আফরোজ রুবা, সামসুম মনিরা কস্তুরি, মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল, সালমা হক ববিতা, জোহরা খাতুন কলি এবং মায়মুনা খানম জাকের।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিদ্বৎজন ড. মোহাম্মদ শহীদুল্লাহ্।অনুষ্ঠানের শেষপ্রান্তে, কবি বদরুজ্জামান আলমগীর “মধুবৃক্ষের ক্ষরণপ্রভা” শিরোনামে কিছু মনোজ্ঞ ও চিন্তাশীল মন্তব্য রাখেন, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।
এই আয়োজনে ফিলাডেলফিয়ার সাহিত্যপ্রেমী ও পাঠকগণ এক আত্মিক সংযোগে আবদ্ধ হন—শব্দে, সুরে ও ভাবনায়।

সাংবাদিক এবং সংগঠক।
