Tuesday, December 23, 2025
Homeসবিশেষকবিতাএগগুচ্ছ ফ্যান্টাসি । ঋতো আহমেদ

এগগুচ্ছ ফ্যান্টাসি । ঋতো আহমেদ

ফ্যান্টাসি ০১

অন্ধকারে, চোখে চোখ রাখতেই ছলকে ওঠে পাপ।
তোমারও মুখের রেখায় অবিশ্বাস্য স্বর্গীয় সেই সাপ।
তবে কি
এইভাবে দেখা হওয়া ভালো? তোমারও প্রেমিক রয়েছে, আর আমার নারী।
দেখা হতে হতে দেখা হতে হতে
সে হাওয়া
অচরিতার্থ আকাঙ্ক্ষা সঞ্চারী।

ফ্যান্টাসি ০২

কী হয় তার? কতো দূর বয়ে যেতে পারো?
টেনে নিয়ে আসো ওই লব্ধ শরীরটারে কাছে।

ওইখানে ধূলিঝড়। ওইখানে সহস্র বারণরেখা। মনুষ্যের চাপ—
এইখানে ব্যক্তিগত রতিপাথরের ঘর। নৈঋত আসমান

তবু তার ডুমুরের ফুল কোন সে ঊর্মিমালায় উঠেছিল ফুঁসে, কবে সেই
আগুনকাদায় রেখেছিলে মোম, অচেনা অক্ষর, ঘুঘুর সমান

নিয়ে আসো, এই নাও—
কতোটা উরুতে নেবে, কতোটা গণ্ডদেশে, সে তোমার আপন বিভায়

ফ্যান্টাসি ০৩

আলপথ আরও ভেতরের দিকে, রে বুদ্ধু!—
অগ্রসর হ। সন্তর্পণে।
এই পথ কর্দমাক্ত। এই পথ শস্যে ভেজা।
এইখানে খুঁজে পা—
কামরূপ পাহাড়, ফেঁপে-ওঠা ঘূর্ণায়মান লিলাক্ষেত্র।

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place