Tuesday, December 23, 2025
Homeসবিশেষঈদ সংখ্যা ২০১৯সিঁড়িঘর ৪ । মিসবাহ উদ্দিন

সিঁড়িঘর ৪ । মিসবাহ উদ্দিন

এই যে শহর
যে শহরে একটা আশ্চর্য দুপুর
একটা আশ্চর্য দুপুর নোংরা হয়ে যায়
খোয়ার আর ভাগাড়ের থকথকে লার্ভার
মোজা আর অন্তর্বাসের গাগুলানো প্রচণ্ড প্রকট

অস্তিত্বমানতায়
এই শহরে
এই অভাগা শহরে এখনো যে কিছুটা রোদ
এখনো যে কিছুটা জীবন

এখনো যে কিছুটা স্বপ্ন আর আহ্লাদের শিহরণ
তার কিছু গায়ে মেখে
আত্মা ও আত্মতে একাত্ম হয়ে
তোমার ইচ্ছুক ওষ্ঠাধরের ঊষ্ণতার স্পর্শ নিয়ে

একবেলা হুড়মুড় করে ভেঙে পড়তে চাই, প্রিয়
একটা বেলা আমি হাউমাউ করে কান্না করতে চাই।

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place