Monday, December 22, 2025
Homeকবিতাপ্রান্তরসিঁড়িঘর ৩ । মিসবাহ উদ্দিন

সিঁড়িঘর ৩ । মিসবাহ উদ্দিন

রঙ কি মাখতেছে তারে?
সহজ অভেদ্য আন্ধারে
এখনো অধরে তার
ছুটতেছে ঢেউ দরিয়ার?

ও রূপ, স্বরূপ, প্রগাঢ় বিচ্ছেদের অবলীল প্রতিরূপ
ছুঁয়ে-যাওয়া শিশিরের স্বার্থক সঙ্গমে সুদীপ্ত শ্লোক
সূর্য কি দেখতেছে সে?
কালো গ্লাস, লাল ঠোঁট
পড়তেছে টিপ সে
অমন অসহ্য আঁধারে
চুপিসারে? আলগোছে?

খেলতেছে এখনো সে, ঈষৎ আনত চোখে
আনমনে, আমার বুকের ওপর?
কাঠের কফিন বেয়ে নামছে যে হিম
সে কি তারে ছুঁয়ে গেছে?

ওম কি খুঁজতেছে সে স্বপনের মাঝে?
শীত আর ওম বলে দিলো তারে ঠিকানা আমার?
সহজ শরীরে জুড়ে দেওয়া কোনো সংখ্যার অজ্ঞাত দাবীদার?

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place