Tuesday, December 23, 2025
Homeকবিতাপ্রান্তরসিঁড়িঘর ২ । মিসবাহ উদ্দিন

সিঁড়িঘর ২ । মিসবাহ উদ্দিন

ও আমার হালখাতা
হাতের তালুয় ঘা আমার ঘাসের শরীরে ঘুম
আমায় খেয়ে চলে যাচ্ছে কীট, চারপেয়ে ছাগল
আর আমার কলম বন্ধক রাখা তোমার নথের নিকট

শতপদী শত্রুর বিষাক্ত অর্ধসত্যে নিহত হচ্ছে আমি বিষয়ক সকল ঊর্ধ্বকমা।

আমাকে গ্রহণ করো আলিঙ্গনে প্রিয়
শব্দের অশ্রুত নিয়তিতে একদিন লাল রঙ হবো আমরা
এ-বিশ্বাস আমার এখনো আছে।

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place