প্রোগ্রামের শুরুতেই প্রিয় নুরুল ইসলাম ভাই আন্তরিকভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বহুদিন ধরেই তিনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চাইছিলেন। আমি বার বার উনাকে জানিয়েছিলাম আমরা এখনও ফান্ড রাইজিং শুরু করিনি। আমাকে না পেয়ে আজ তিনি মজিব ভাইয়ের হাতে তাঁর ভালোবাসা ও আস্থার প্রতীক স্বরূপ একটি অনুদান তুলে দেন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—সাধারণ মানুষের ভালোবাসা, নির্ভরতা আর আস্থা-ই আমাদের সবচেয়ে বড় শক্তি। বৃহত্তর ফিলাডেলফিয়ার বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ যেভাবে নিরন্তর সহযোগিতা করে চলেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
শুধু নুরুল ইসলাম ভাই নন—আজ সকালে যখন zell অ্যাকাউন্ট চেক করলাম, দেখি দুটি ছোট অথচ গভীর অর্থবাহী লেনদেন। পরিমাণে সামান্য হলেও, আমাদের জন্য তা ছিল এক অসামান্য প্রেরণা।
এই ছোট ছোট ঘটনার মধ্যেই প্রতিফলিত হয় একটি মহান সত্য—মানুষের ভালোবাসা, সহমর্মিতা আর বিশ্বাসই আমাদের এগিয়ে চলার মূল শক্তি। এটাই আমাদের সাহস, এটাই আমাদের অনুপ্রেরণা।

সাংবাদিক এবং সংগঠক।