Thursday, July 10, 2025
Homeখবরান্তরমঞ্চনাটক - নারীপুরাণ

মঞ্চনাটক – নারীপুরাণ

‘শতভিষা’ নারীদের সাংস্কৃতিক সংগঠন। তাদের অভিষেক ও প্রথম নাটক মঞ্চায়ন হচ্ছে আগামীকাল, নারীপুরাণ নামে।

রচনা ও নির্দেশনায় – মোস্তাক আহমেদ। নাটকটি আগামী কাল (৩ নভেম্বর ২০১৭) শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চায়ন হবে। একই অনুষ্ঠানেই সংগঠনের লোগোও উম্মোচন করা হবে। দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place