Tuesday, December 23, 2025
Homeকবিতাপ্রান্তরভাল নেই । রাজু চৌধুরী

ভাল নেই । রাজু চৌধুরী

আজ মন ভাল নেই চন্দ্রাবতী

চোখজোড়া আজ প্লাবিত
আমার মন ভাল নেই
কারনহীন বর্ষন অবিরত

বেদনায় কাতর মন
ক্লান্ত চোখ হুমহীন
রঙ্গিন পৃথিবী যে আজ বর্নহীন

তোমার পথপানে চেয়ে চেয়ে ঝাপসা এই চোখ
তোমায় খুজতে খুজতে
ব্যাথায় ব্যাথিত এই বুক

চন্দ্রাবতী আজ মন ভাল নেই

ফিরে এস, ফিরে এস…
ফের ফিরে এস  চন্দ্রাবতী

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place