Tuesday, December 23, 2025
Homeকবিতাপ্রান্তরবাংলা হাইকু / ফাহিমা আল ফারাবী

বাংলা হাইকু / ফাহিমা আল ফারাবী

Fahima 5[হাইকু- জাপানি কবিতার একটি ফর্ম। সাধারণত তিন-লাইনের, ৫-৭-৫ মাত্রাবিশিষ্ট। তবে বর্তমানে ফ্রি-স্টাইলেও লেখা হয়।]


ত্রস্ত শব্দ-স্ফটিক
বিপন্ন কার্নিভ্যালে শব্দের কাদা-ছোড়াছুড়ি
উৎসুক, একবার ডুব দেব কি?


অদূরে এঞ্জিনের গর্জন
ফ্যানের শিথীল বর্তন
লোহার পাতে নতুন ভাতের আগমন।


শাখার সবুজ লহরী
তীক্ষ্ণ নীল চিরে ঝটিকা উদয়
কালো ডানা ধলা চিল!


জলাশয়ের আর্দ্র শরীর,
ডিঙোয় হালকা পায়ে ঘেঁটুকাদা
লেজ তিরতির ছোট নথজির।


বাতাসে অজানা কম্পন
সুদূরে ব্যস্ত হুইসেল-
রাত্রির রাজত্বে ছন্দপতন।


কলমের গুঁতো-
পাতাগুলো সশব্দে হাই তোলে
চেষ্টার অপচেষ্টা।


ঘাসের বেদনায় বিগ্রহ
কিভাবে সবুজ হয়ে ওঠে-
শ্যাওলাই জানে তা।


ক্রমশ ময়দান ফাঁক
শুনিয়া হরবোলাদের ডাক-
কানায় আঁধারে তালি মারে।


এ বিম্বিসার আগুনের ঢলে
একমাত্র শান্তি, জলাশয়ে থির
আমার ছোট নথজির।

১২
তবুও জীবনের ভিড়-
ক্ষণিকের বিলাসী শিষ,
মৃত্যুর অনিঃশেষ দিনে।

১৩
লেজ তিরতির নথজিরিয়া
দূরন্ত বেগে পার হয়
হঠাত কাদাটে প্যাকাটে জলাশয়।

১৪
ভীতি-বিবর্জিত নষ্ট সময়
সময়ের দাবি বলে স্বান্তনা,
নথজিরিয়ার পায়ের পাতার জল।

১৫
বয়ে যাওয়া নষ্ট আঁধার
জোনাকের ফিকে আলোতে
সহসা কোনঠাসা দেখায়।

১৬
পোড়া ছাই অঙ্গার-
টুকরো কথা-বাক্যে
জল ঢেলে দেয় নিঃশব্দে।

১৭
ঘুমের তেষ্টা জল হয়ে পড়ে-
ভাঙাতে পারে না তবু নিরীহ পণ,
আজ আবার সকল শান্তির নির্বাসন।

Fahima 3

এইরকম আরও পোস্ট

3 COMMENTS

  1. তবুও জীবনের ভিড়-
    ক্ষণিকের বিলাসী শিষ,
    মৃত্যুর অনিঃশেষ দিনে।…Sundor…

  2. ঘাসের বেদনায় বিগ্রহ
    কিভাবে সবুজ হয়ে ওঠে-
    শ্যাওলাই জানে তা।…
    valo laglo kobita gulu, rashprint a unar 1ta goddo poresilam, abar o porte chai.

Comments are closed.

- Advertisment -
ad place