Tuesday, December 23, 2025
Homeখবরান্তরফজলুররহমান বাবুল এর নতুন কাব্যগ্রন্থ

ফজলুররহমান বাবুল এর নতুন কাব্যগ্রন্থ

সুবর্ণ বাগচী : নব্বই দশকের মেধাবী কবি ফজলুররহমান বাবুল। দশকের অন্যতম কবির নতুন বছরে অর্থাৎ ২০১৬ এর একুশে বই মেলায় বের হচ্ছে নতুন কাব্যগ্রন্থ জন্মতীর্থভূমি

পূর্বে আরো চারটি কবিতা বই বের হয়েছে এই কবির, তার প্রকাশানুক্রম টানছি:  ঋণী হবো সোহাগী জলে (১৯৯৯), সখিকাব্য (২০০৪), সপ্তস্ফুট (২০১২), থেঁতো ফর্দ (২০১৪) আর ১৬তে বের হচ্ছে জন্মতীর্থভূমি। তিনি ‍ঋতি নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।

নতুন বই জন্মতীর্থভূমি এর প্রচ্ছদ করেছেন ধ্রুবএষ, এবং নাগরী প্রকাশনী থেকে বইটি বের হবে।

রাশপ্রিন্ট ডট কম

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place