Monday, December 22, 2025
Homeসবিশেষপাণ্ডুলিপি থেকে ২০১৯পাণ্ডুলিপি থেকে । মুজিব ইরম

পাণ্ডুলিপি থেকে । মুজিব ইরম

২০১৯ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে মুজিব ইরমের কবিতার বই পাঠ্যবই। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সমর মজুমদার। প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে।

অনুরাগ

আর নি হবে রে বন্ধু এত হাসাহাসি, আর নি হবে রে বন্ধু এত বাসাবাসি! আমিও তোমার নামে ছাড়িয়াছি ঘর, আমিও তোমার নামে বাঁধিয়াছি ঘর। তোমারও হইয়াছে গত দেমাগের দিন, আমারও হইয়াছে জমা দিনে দিনে ঋণ। তবুও তোমার নামে সুর বাঁধি গাই, তবুও তোমার নামে নিজেরে লুঠাই। আর নি মিলিবে দেখা প্রাণবন্ধু সনে, আর নি আসিবে পদ বন্ধুয়া বিহনে!

ইরম কান্দিছে নিতি থৈয়া জারিজুরি, ইরম বান্ধিছে বুকে নিত্য আহাজারি।

কান্নাকাটি

আমি তারে কী এক ভুলে রাইখ্যা আসি দূরে, জোছনা ধরা রাত্রি শেষে কালনী ধরা ভোরে। আমি তারে বুকের ভিতর রাখি, আমি তারে চোখের পাতায় মাখি। তারে ছাড়া এক জীবনে রইলো কী আর বাকি? আমি তার নাম লৈয়া গদ্যপদ্য বাঁধি, আমি তার নাম লৈয়া দিবানিশি কাঁদি।

ইরম ইরম করো তোমরা ইরম কী আর আছে! ইরম সে তো দূর প্রবাসে জিতে মরা বাঁচে।

চিরচর্যাচর্যবিনিশ্চয়

যা কিছু লিখেছি, গুপ্তবিদ্যা, ভূর্জপত্রে, সন্ধ্যাভাষা যোগে, তোমাকেই হাজির-নাজির ভেবে, নিশিদিন নিশিরাত, দেহ করে ক্ষয়, দেখো আজ সে-সব পুঁথির পাতা ধূলির কবর।

তুমি পড়ো, জাপটে ধরো দেহ, তুলে নাও অপঠিত পাতা, অপঠিত মন, যেন জেগে থাকি, যেন তুলে রাখি শব্দ কাতরতা।

এই দুঃখ রইলো রে ইরমের মনে — করলাম না শব্দের সেবা আগর ও চন্দনে!

দয়ার দরবেশ

শব্দ বাক্যে এত জ্বালা কাষ্ঠ বিনা জ্বলে, ইরমে কান্দিয়া কয় পুড়ি না অনলে। পুড়েছি পুড়েছি সই গদ্যপদ্য সুরে, আমাকে রাখিও পাশে ঠেলিও না দূরে। রজনী করেছি সারা ভাবিয়া চিন্তিয়া, শব্দ বিনা পোড়া দেহ ফানাফিল্লাহ হিয়া। ডাকিও ডাকিও নাম যাহা মনে লয়, বিচ্ছেদে দ্বিগুণ জানি প্রমত্ত প্রণয়। এ রজনী হবে শেষ রয়ে যাবে বাকি, তুমিও রচিবে কান্না দিবানিশি ডাকি। যে নামে বেহুঁশ প্রাণ তারে খুঁজে চলি, আহা আমি লিখি নাই সেই পদাবলি!

দয়ার দরবেশ তুমি দয়া করো দিলে, ঘোর নিদানের কালে মায়া যেন মিলে। মুজিব ইরম বলে শোনো দিয়া মন, বাঁধিয়া রাখিও দিলে আদরের ধন।

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place