শব্দ শব্দে – তো বিশ্বটারে ছোঁয়ে দিলাম সেই শব্দেই ছোঁয়ে দিলাম তোমার চিবুক… তবু মনে হয় — এখনো শব্দ ছুঁতে পারিনি শব্দের মাথা খেয়ে প্রতিদিন শব্দ চুরি করি চুরির রঙ যদি হয় শব্দ, আসুন তবে শব্দে-শব্দে ছোঁয়ে দেই ভোরের বয়স
রাশপ্রিন্ট নিবেদিত
_______________
শব্দ সবিশেষ
_______________ সেপ্টেম্বর ২০১৭
প্রচ্ছদ: অরূপ বাউল
১
শরব্য শব্দ নিনাদঃ নৈঃশব্দ্যের কাল – আসমা অধরা । শব্দের অনুভূতি বা ভাবের রঙ – আহমদ সায়েম । বৃষ্টিদিনের জার্নাল : আঙুল টেবিল টাইপরাইটার ও অন্যান্য নস্টালজিয়া – এমদাদ রহমান । ব্রেইন ফিভার – কাজি জিননূর । যেভাবে জীবন: শব্দকে ছুঁয়ে থাকে শব্দরা – তমাল রায় । ‘মরণ’ শব্দে লিখে দিলাম মরণকথার প্রেম – নাহিদা নাহিদ